সেবা ফার্মার্স সমিতির কবি প্রণাম
নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি কতৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উদযাপন করে গত ৮ মে। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা ও সম্পাদক গোবিন্দলাল মজুমদার।
কবির’ই রচিত কবিতা আবৃত্তি, সংগীত এবং রবীন্দ্র নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানান সমিতির সেবিকা ও স্বেচ্ছাসেবক’গণ। কবির জীবন, বাণী, কর্ম এবং তার আদর্শ ও দর্শনের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন সমিতির সংস্কৃতি প্রেমী সম্পাদক গোবিন্দ বাবু। সেবার অন্যতম সেবিকা দুলালী দাসের সঞ্চালনায় সমিতি আয়োজিত এদিনের কবি প্রণামের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।