উৎসবজেলার খবরবিনোদন

সেমিনার ও নাট্যোৎসবে জমজমাট ঠাকুরনগরের পরশ সাংস্কৃতিক উৎসব

নীরেশ ভৌমিক : গত ৩০ ও ৩১ মার্চ ঠাকুরনগরের বিনয় সদন অঙ্গনে মহা সমারোহে অনুষ্ঠিত হয় ঠাকুরনগর পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত পরশ সাংস্কৃতিক উৎসব ২০২৪। ৩০ মার্চ সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও সংগীত এবং নৃত্যের অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় উৎসবের উদ্বোধনে আয়োজক সংস্থার কর্ণধার শাশ্বত বিশ্বাসের নির্দেশনায় পরিবেশিত হয় মূকাভিনয়। অনুষ্ঠানটি সমবেত দর্শক সাধারণের উচ্চসিত প্রশংসা লাভ করে। প্রখ্যাত নৃত্য শিল্পী কৃষ্ণ বণিকের নির্দেশনায় ঠাকুরনগর কলাভূমির নৃত্যশিল্পীদের দর্শনীয় নৃত্যানুষ্ঠান সমবেত দর্শকদের মুগ্ধ করে।

সবশেষে পরিবেশিত হয় বাগনা আলোর নাট্য সংস্থার নাটক ‘বাবু সেন’ ও ঠাকুরনগর অনুরঞ্জন প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘শেষ সপ্তক’।দ্বিতীয় দিন শুরুতে বিশিষ্ট সঙ্গীতশিল্পী বাণী কুন্ডুর সঙ্গীতানুষ্ঠান ও প্রখ্যাত মূকাভিনেতা মুকুল দেবের নির্দেশনায় কলকাতার মূক

একাডেমীর কুশীলব’গণ পরিবেশিত মূকাভিনয় নাটক সমবেত দর্শক মন্ডলীর মনোরঞ্জন করে। বসিরহাটের প্রখ্যাত মূকাভিনেতা রঞ্জিত অধিকারীর মনোজ্ঞ মূকাভিনয় এবং সবশেষে গোবরডাঙ্গা মৃদঙ্গম নাট্যদল প্রযোজিত মৌমিতা দত্ত বণিক নির্দেশিত দর্শক প্রশংসিত নাটক

‘আমি নটী’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।পরশ সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত তিনদিনের কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী’গণের হাতে উৎসব মঞ্চ থেকে শংসাপত্র প্রদান করা হয়।

শেষ দিনে অনুষ্ঠিত নাট্য সেমিনারে আলোচনায় অংশ নেন বিশিষ্ট মূকাভিনেতা মুকুল দেব, রঞ্জিত অধিকারী ও কোচবিহার ছায়ানীড় সংস্থার পরিচালক স্বাগত পাল। নানা অনুষ্ঠানে ও বহু দর্শক সমাগমে পরশ সাংস্কৃতিক উৎসব ২০২৪ সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *