স্কুলের ছাত্রীদের সাথে আপত্তিকর ব্যাবহার ও অশিক্ষক সুলভ আচরন করার অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্দ করলো গ্রামবাসীরা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : স্কুলের ছাত্রীদের সাথে আপত্তিকর ব্যাবহার ও অশিক্ষক সুলভ আচরন করার অপরাধে রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন বালাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ্দ করলো ছাত্র ছাত্রীদের অবিভাবক অবিভাবিকা সহ রামনগরের গ্রামবাসীরা।
ঐ স্কুলের ছাত্রীদের কয়েক জন অবিভাবক অবিভাবিকা সংবাদ মাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে স্কুলটির প্রধান শিক্ষক সমীরন বালা পঞ্চম শ্রেনীর ছাত্রীদের কাছে বসিয়ে কখনো বা কোলের মধ্যে নিয়ে মোবাইলে আপত্তিকর ছবি দেখিয়ে তাদের সাথে অশালিন আচরন করতো। আজকে স্কুলের ছাত্র ছাত্রীদের অবিভাবক অবিভাবিকাদের ধৈর্য্যের বাঁধ ভাঙে।
তারা হেড মাষ্টারের এহেন কর্মকান্ডে গর্জে ওঠে। তারা হেড মাষ্টারকে ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এরই এক পর্যায়ে উত্তেজিত জনতা মারমুখী হয়ে উক্ত হেড মাষ্টারের গনধোলাইও দেয়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ এসে হেড মাষ্টার সমীরন বালাকে মারমুখী জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীরা এইধরনের দুঃচরিত্র শিক্ষকের উপযুক্ত বিচার সহ অন্যত্র বদলীর দাবীতে পঞ্চায়েত, শিক্ষা অফিস ও বিডিওতে ডেপুটেশন দেবঃন বলে জানা গেছে। স্কুলটির প্রধান শিক্ষক সমীরন বালা অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবী করেছেন। তিনি বলেন, তিনি স্কুলের ছাত্র ছাত্রীদের নিজ সন্তান জ্ঞানে ভালবাসেন।