স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগে ব্লক সভাপতির অপসারণের দাবিতে রাস্তা অবরোধ দলের সদস্যদেরই।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দলীয় সদস্যদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করে তাদের ধারনা মোটা অংকের উৎকোচের বিনিময়ে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড হওয়া সিন্দ্রানি অঞ্চলের সাবিত্রী উচ্চ বিদ্যালয়, পাথুরিয়া উচ্চ বিদ্যালয় ও চরমন্ডল উচ্চ বিদ্যালয়ে দু’জন করে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগ করেছেন বলে অভিযোগে বাগদা পশ্চিম ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদারের বিরুদ্ধে।
তাই তার অপসারণের দাবিতে ব্যানার, প্যাকার্ড ফেস্টুনে সুসয্যিত শতাধিক দলীয় সদস্য আজ সকালে হেলেঞ্চা দত্তফুলিয়া সড়কের নলডুগরী বাজারে রাস্তা অবরোধ করে। আন্দলনরত স্থানীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক নেতা-কর্মীদের অভিযোগ ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগের প্রটোকল না মেনে মোটা অংকের টাকার বিনিময়ে এই অনৈতিক কাজ করেছেন ব্লক সভাপতি। যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা নাকি ইতিপূর্বে দলের কোন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের কেউ কেউ নাকি বিগত নির্বাচনে বিজেপির হয়েও কাজ করেছেন।
ব্লক সভাপতি অঘোর হালদারের এহেন কর্মকাণ্ডকে অনৈতিক আখ্যায়িত করে তাঁরা উধ্বর্তন নেতৃত্বের কাছে উক্ত ব্লক সভাপতির অপসারণের দাবিতেই পথ অবোধের করেন বলে প্রকাশ। বেশকিছু সময় ধরে পথ অবোরোধ চললেও ঘটনাস্থলে কোন পুলিশ আসেনি বলে জানা গেছে। তবে তৃণমূল কংগ্রেসের সিন্দ্রানী অঞ্চল সভাপতি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে জেলা সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে আজই সন্ধ্যায় বৈঠকে বসবেন এই আশ্বাসেই অবরোধ উঠে যায়।
এ ব্যপারে অঘোর বাবুর প্রতিক্রিয়া কি জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। তিনি নিজে একজন শিক্ষক সেকারনে স্কুল তার কাছে মন্দিরের মতোই। স্কুলগুলোর উন্নয়নের স্বার্থে তিনি যাদের নিযোগ করেছেন তারা প্রকৃতপক্ষে উপযুক্ত। পথ অবোরোধ কারীরা দলেরই লোক, তারা তাদের মনোনীত লোক ঢোকাতে পারেনি বলেই যত ক্ষোভ। গঙ্গা দিয়ে অনেক নোংরা আবর্জনা ভেষে যায়, তাতে কখনো গঙ্গার পবিত্রতা নষ্ট হয় না। তেমনি তিনি সঠিক পথেই আছেন জেলা নেত্রবৃন্দের তদন্তে তা একেবারে পরিষ্কার হয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার।