স্কুল পড়ুয়াদের জাতীয় নাট্যাভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গাইঘাটা ব্লকে
নীরেশ ভৌমিক : গাইঘাটা পূর্বচক্রের পরিচালনায় জাতীয় জনশিক্ষা প্রসার প্রকল্পে ‘এ স্কিম অন ন্যাশনাল রোল প্লে কম্পিটিশন- ২০২৩’ উপলক্ষে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া হাই স্কুলে।
গত ৪ সেপ্টেম্বর ঢাকুরিয়া হাই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের হল ঘরে আয়োজিত নাট্য অভিনয় প্রতিযোগিতায় চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি, চাঁদপাড়া বালিকা, ঢাকুরিয়া বালিকা, ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় ও মহিষাকাটি নেতাজী বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষামূলক নাটকগুলিতে পড়ুয়াদের মধ্যে মোবাইল ও ড্রাগের নেশা, র্যাগিং ইত্যাদি বন্ধে শিক্ষক ও অভিভাবকদের কী করনীয় সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আদর্শ আচরণ ও পুষ্টিকর খাবার-দাবারের উপর আলোকপাত করা হয়। নাটক গুলি হিন্দি ও ইংরেজি ভাষাতে পরিবেশন করতে হয়।
মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত নাট্যানুষ্ঠানের সূচনা করেন গাইঘাটা পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস, বনগাঁর সহকারী বিদ্যালয় পরিদর্শক শেখর মন্ডল, শিক্ষা দপ্তরের কর্মী বিভাস ঘোষ শান্তনু মন্ডল ও বাপ্পা ঘোষ ।
ছিলেন বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি কাজল ঘোষ, সদস্য রকি সরকার প্রমূখ। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনুপম দে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের পরিদর্শক বিদিশা দেবী ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সুন্দর আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রথম, দ্বিতীয় চাঁদপাড়া বাণী বিদ্যাবীথি এবং তৃতীয় স্থান লাভ করে ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের নাটক।
বিচারকের আসন অলংকৃত করেন ড. মনোজ ঘোষ, গৌরী রায় ও সুবোধ বিশ্বাস। বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি দাস জানান শুধুমাত্র প্রথম স্থানাধিকারী স্কুলের নাট্যদল পরবর্তী মহাকুমা ও জেলা স্তরের নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।