স্কুল ভিত্তিক শিশু কিশোর নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল গোবর রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো স্কুল ভিত্তিক শিশু কিশোর নাট্য কর্মশালা। গোবরডাঙ্গা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ১০টি বিদ্যালয়ের ৬০জন শিশু কিশোর এই কর্মশালায় অংশ নেয়।
গত ২৯ এপ্রিল, শ্রী চৈতন্য উচ্চ বিদ্যালয়ে কর্মশালার সূচনা করেন প্রবীণ শিক্ষক ও সাংবাদিক দ্বয় পবিত্রকুমার মুখোপাধ্যায় ও নীরেশ ভৌমিক। কর্মশালার প্রশিক্ষক ছিলেন মানিকতলা দলছুট এর পরিচালক মিঠু দে ও রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য।
আট দিন এই কর্মশালায় ছোটদের বিভিন্ন খেলার মাধ্যমে ৬টি নাটক তৈরি করা হয়। প্রত্যেকটি নাটক সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে নির্মিত, কুসংস্কার, বাল্য বিবাহ বিরোধী ও জাতীয়তা বোধ গঠন ছিল এই নাটক গুলির প্রধান বক্তব্য।
৬ মে কর্মশালার শেষ দিনে নাটক গুলো পরিবেশিত হয়। রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন ছোটদের মানবিক, ও ভালো মানুষ করে গড়ে তোলাই এই কর্মশালার উদ্দেশ্য। শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক,
পাঁচুগোপাল হাজরা, আশিষকুমার ঘোষ, মলয় দাস, পলাশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল, সুজিত দুয়ারী, মেহেদী সানি সহ বহু অভিভাবক ও দর্শক। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সকল ছাত্র – ছাত্রীদের মানপত্র প্রদান করা হয়।