স্বপ্নচরের পরিবেশ দিবস পালন
নীরেশ ভৌমিক : ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে, জলপাইগুড়ির সবুজ চা বাগান ঘেরা কৃষিবাগান গ্রামে স্বপ্নচর (জলপাইগুড়ি শাখা)এর ‘সহজ পাঠশালার’ শিশু কিশোররা মিলে পালন করল বৃক্ষ রোপণ উৎসব।সামগ্রিক ভাবনা ও তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা সুদীপ্তা দাস।
ঐ দিন উপস্থিত সকল শিশুদের হাতে মেহগিনির চারা তুলে দেওয়া হয়। বিশিষ্ট অতিথি জলপাইগুড়ি চিত্তপট নাট্যসংস্হার কর্ণধার শ্রী শেখর মজুমদার শিশুদের মাঝে পরিবেশ সম্পর্কে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
শিশুদের কন্ঠে সমবেত বৃক্ষবন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।ছিল অঙ্কনমেলা। পরিবেশ দিবস উপলক্ষ্যে শিশুদের ও গ্রামের মানুষের উৎসাহ এই দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
স্বপ্নচরের নির্দেশক মহঃ সেলিম জানান,শিশুদের হাত ধরে সবুজের এই অতিক্রমণ চলুক। কঠিন মাটি সংস্কৃতির ছায়ায় ঢাকুক।