স্বপ্নচর পালন করল বিশ্ব যোগ দিবস
নীরেশ ভৌমিক : ২১জুন, উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্বপ্নচর (জলপাইগুড়ি শাখা)এর সহজপাঠশালার শিশু কিশোররা, তাদের নিয়মিত নাট্য চর্চার মাঝে পালন করল বিশ্ব যোগাদিবস।
শিক্ষিকা সুদীপ্তা দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত, এই আয়োজনে অংশ নিয়েছিল, আয়ূশি রায়, প্রিয়তম রায়,অনুপম রায়,নন্দিনী দাম,লাকি সূত্রধর,অঙ্কিতা ঘোষ, আদিত্য ভৌমিক, গনেশ দাম,লাবনি সূত্রধর,
অমৃতা ঘোষ, গোবিন্দ মণ্ডল, রিদম সূত্রধর,ঐশ্বিক সূত্রধর, ঈশান রায়,রাজদীপ রায়। সুদীপ্তা বলেন, যোগচর্চা আত্ম নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং স্বপ্রভূত্ব বাড়ায়, স্বাধীন বিচার ক্ষমতা বৃদ্ধি করে।
আরও ভালো করে বলতে গেলে — সর্বজনীন চেতনার সঙ্গে ব্যক্তি চেতনার সংযোগ, শরীর ও মন,মানুষ ও প্রকৃতির মধ্যে একটি নিঁখুত যোগাযোগ।
নিজের মধ্যে এই মহাবিশ্বের অস্তিত্বের একাত্ম অনুভবই যোগ। প্রকৃতির কোলে, খুদেদের সঙ্গে নিয়ে, ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে অস্তিত্বের শিকড়ে যাওয়ার এ এক প্রাথমিক প্রয়াস মাত্র।’