স্বরূপনগরের ‘মেদিয়া ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : স্বরূপনগর থানা এলাকার তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত “মেঠোপথ” নামক একটি সাংস্কৃতিক সংগঠন, গত ২৩ শে ফেব্রুয়ারি তাদের বার্ষিক অনুষ্ঠান পরিবেশন করল মেদিয়া ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ কর, তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সংগীতা কর, ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ প্রধান শিক্ষক কমল কৃষ্ণ পাইক, নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাথ ভট্টাচার্য প্রমূখ।

অনুষ্ঠানে নারায়ণ কর আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানান, সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার জন্য, তিনি বর্তমান পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঙ্গীতা কর, কমল কৃষ্ণ পাইক, বিশ্বনাথ ভট্টাচার্য।

অতিথিদের সকলকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়। সংগীত পরিবেশন করে মিতা দে নট্য, মীনাক্ষী মিত্র, ঝর্ণা মন্ডল, রুনু গুরিয়া, সৌরভ শীল, মিনতি নট্য, রুপসা দে, অশ্রুকণা খাস্কেল, চন্দনা বিশ্বাস, রাহুল মন্ডল, স্বপন তালুকদার, লব বিশ্বাস, তনু দে।

তবলা সঙ্গতে ইন্দ্রজিৎ নাট্য, সমিরন নট্য, পার্কেশন জীবন বিশ্বাস, সুমন্ত দে, দেবপ্রসাদ দাস। তবলা লহরা রণবীর নট্য, রহিন, শ্রেয়ন।আবৃত্তি করে হিয়ান পাল।নৃত্য পরিবেশন করে, বর্ষা গুড়িয়া, সুচিত্রা পাইক, ঈপ্সিতা নট্য।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমীরণ নট্য।








