১১ পিস সোনার বিস্কুট সহ একজন নাবালক চোরাচালানী গ্রেফতার বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশ থেকে ১১ পিস সোনার বিস্কুট নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে ১১ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদার মধুপুর সীমান্তে। জানা গেছে, গ্রেফতারকৃত শিশুটি নাম আসিফ মন্ডল(১১) সে সীমান্তবর্তী গ্রাম হরিহরপুরের আসিকুল মন্ডলে ছেলে। শিশুটি আজ সকালে তার বাবার সাথে সীমান্তের তারাকাঁটা পেরিয়ে কৃষিকাজ ও মাছ ধরতে গিয়েছিল।
বর্ডার সিকিউরিটি ফোর্সের অ্যাডহক ৭ ভি কোরের একটি সীমান্ত ফাঁড়ি মধুপুরের জওয়ানদের জিজ্ঞাসাবাদে ছেলেটি জানায়, সীমান্তে মাছ ধরা কালীন সময়ে বাংলাদেশের নাগরিক বেতবেড়ে গ্রামের তাহির মন্ডল সীমান্তে কৃষিকাজ করার সময়ে তাদেরকে দু’টি বান্ডিল নিয়ে যেতে বলে। কিন্তু ছেলেটি এটা না নিতে চাইলে বাংলাদেশী লোকটা তাকে চড় মারে এবং তার বাবাকেও বকাঝকা করে। তখনই সেগুলো নিয়ে সে ও তার বাবা তাদের বাড়ি হরিহরপুর গ্রামে ফিরছিল। গ্রেফতারকৃত ছেলেটি বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারই প্রতিবেশী মৃত আনসুদ্দিন মন্ডলের ছেলে মজিদ মন্ডল এসব সোনার বিস্কুট তার কাছ থেকে নিয়ে যেত। বর্ডার সিকিউরিটি ফোর্স সুত্রে প্রকাশ, গ্রেফতারকৃত শিশুটি তার পিতার সাথে কর্ডনের সামনে কৃষিকাজ করতে গিয়েছিলেন, যিনি এখনও পলাতক রয়েছেন।
শিশুটির বাবাও এই মামলায় জড়িত এবং তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে শিশুটির নিষ্পাপতার সুযোগ নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির আড়ালে সোনা পাচারের মত কার্যক্রম চালাতো।বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বস্ত সূত্রে এই সোনা পাচারের বিষয়ে জানতে পেরে সীমান্তে ওৎ পেতে ছিল। জানা গেছে, গ্রেফতারকৃত শিশুটিকে বাজেয়াপ্ত সোনার বার সহ বনগাঁ শুল্ক দফতরের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছেন। কর্মকর্তা কড়া ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে চোরাচালান হতে দেব না।