স্বাধীনতা দিবসে গাইঘাটার শশাডাঙ্গা এফ পি স্কুলে নানা অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : জাতির ৭৮তম স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় গাইঘাটা চক্রের শশাডাঙ্গা এফপি স্কুলে। এদিন সকালে আয়োজিত অনুষ্ঠানের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত পড়ুয়াদের ওয়াশরুমের উদ্বোধন করেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার।
উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী প্রবীর রায়, কিশোর মজুমদার, অরবিন্দ মন্ডল ও গাইঘাটার দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল সরকার (শিক্ষারত্ন) উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান এবং পুষ্পস্তবক, তেরঙ্গা উত্তরীয় ও স্মারক উপহারের বরণ করে নেন।
বিদ্যালয় অঙ্গনে বর্ষব্যাপী সৃজনশীল কাজ হিসেবে তৈরি রাখীর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক শ্রী ঘোষ। বিদ্যালয়ের এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের প্যারেড এর মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয়ের অঙ্গনের সুসজ্জিত মঞ্চে কচি-কাঁচা পড়ুয়াগণ পরিবেশিত কবিতা আলেখ্য, আবৃত্তি এবং সংগীত ও নৃত্য পরিবেশন করে। বিদ্যালয়ের নৃত্য শিক্ষক কৃষ্ণ বণিককে উদ্যোক্তারা স্মারক উপহারের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
বিধায়ক শ্রী মজুমদার সহ উপস্থিত সকলে বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং রাখীর হাটের ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক স্বপনবাবু তাঁর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও অর্থ বরাদ্দের আশ্বাস দেন।
বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন বাবু তার ছোট্ট পুত্র-কন্যাকে সাথে নিয়ে ছাত্র-ছাত্রীগণ পরিবেশিত নানা অনুষ্ঠান বেশ উপভোগ করেন। নানা অনুষ্ঠানে এবং পড়ুয়া ও তাঁদের অভিভাবক এবং বহু বিশিষ্টজনের উপস্থিতিতে শশাডাঙ্গা এফপি স্কুল আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।