গ্রামের খবর

স্বামীকে মারধর করে স্ত্রীকে জোর পূর্বক শ্রীলতাহানি বাগদায়

ফাইল চিত্র

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  বিয়ের নিমন্ত্রন সেরে রাত্রে বাইকে করে স্বামীর সাথে বাড়ি কাশিপুর ফেরার পথে কোলা কোল্ড ষ্টোরেজের কাছে ফাঁকা মাঠে ৪ দুস্কৃতি স্বামীকে মারধর করে স্ত্রীকে জোর পূর্বক শ্রীলতাহানি করে এবং দশ গ্রাম ওজনের সোনার চেইন ছিনতাই করে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত ১০ই জুন রাতে বাগদা থানার রনঘাট অঞ্চলের কোলা গ্রামে। গৃহবধু রাখি মালাকার(২০) বাগদা থানায় এক লিখিত অভিযোগে জানান, একই অঞ্চলের উত্তর কুলবেড়িয়া গ্রামের জয়ন্ত হাজরা, বিক্রম হাজরা, দিলু হাজরা ও বিজন হাজরা টোটো যোগে কোলা কোল্ড ষ্টোরেজের কাছে ফাঁকা জায়গায় এই ঘটনা ঘটায়।

ফাইল চিত্র

তার স্বামী মৃদুল মালাকার জানান, যাদের বাইক কোলা কোল্ড ষ্টোরেজের কাছে আসতেই উক্ত দুস্কৃতিরা তার স্রীকে আপত্তিকর ভাষা প্রয়োগ ব্লাউজ ছিঁড়ে তার শ্লীলতাহানি সহ গলার হার ছিনতাই করে। ওই সময়ে স্ত্রীর সম্ভ্রম রক্ষার্থে দুস্কৃতিদের সাথে হাতা হাতিতে আহতও হন তিনি। মোবাইল বের করে ফোন করার চেষ্টা করা কালে তারা জোর করে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দেয় তারা। দুস্কৃতিকারীদের সাথে হাতাহাতি চলার সময়ে একটা গাড়ি এসে পড়লে ৩ জন দুস্কৃতি পালিয়ে গেলেও ধরা পড়ে যায় এক ব্যাক্তি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

     এ ব্যাপারে বাগদা থানায় মামলা হয়েছে। মামলা নং ৪২৮\২২ তাং ১০|০৬|২০২২ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *