ধর্মীয় খবর।

স্বামী বিবেকানন্দ ভাবানুরাগীদের অংশ গ্রহনে যুব সম্মেলন অনুষ্ঠিত হল হেলেঞ্চা ২নং কলোনীর বিবেকানন্দ সেবালয় ট্রাস্টে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার জহিরুল ইসলাম : হেলেঞ্চা, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগীদের অংশ গ্রহনে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হল হেলেঞ্চা ২নং কলোনীর বিবেকানন্দ সেবালয় ট্রাস্টে।

এ দিনের অনুষ্ঠান সূচিতে ছিল, উপস্থিতি সূচক স্বাক্ষর, অতিথি বরন, উদ্বোধনী সঙ্গীত, স্বাগত ভাষন, স্বদেশ মন্ত্র পাঠ, যুব প্রতিনিধিদের বক্তব্য দান (বিষয় – স্বামীজীর আদর্শে যুব সমাজ কিভাবে জীবন ও চরিত্র গঠন করতে পারে) প্রধান অতিথি বক্তব্য, জাতীয় সঙ্গীত, সমবেত সঙ্গীত, প্রশ্ন – উত্তর পর্ব, অনুষ্ঠানের সারসংক্ষেপ বিশ্লেষণ ইত্যাদি।

অনুষ্ঠানটি যাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয় তাঁদের মধ্যে ছিলেন, প্রীতাঙ্কন শিলাদিত্য, তপন কান্তি বসু (সম্পাদক বিবেকানন্দ সেবায ট্রাষ্ট, হেলেঞ্চা) বাচ্চু বিশ্বাস, স্বামী স্তবপ্রিয়ানন্দজী মহারাজ, ডঃ চিত্তরঞ্জন দাস অধ্যক্ষ, ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, হেলেঞ্চা, প্রমৃখ সহ আবাসিক ছাত্রগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *