জেলার খবরসর্ম্বধনা

স্মৃতিচারণা ও নানা অনুষ্ঠানে সমৃদ্ধ অভিনেত্রী দীপা ব্রহ্মের স্মরনানুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ৯ জুলাই ছিল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সুগায়িকা দীপা ব্রহ্মের প্রথম প্রয়াণ বার্ষিকি। গত বছর এই দিনেই ক্ষণজন্মা দীপা সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার এক বর্ণময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ এর আয়োজন করেন তার এবং নাট্য প্রেমী আশিস চ্যাটার্জী প্রতিষ্ঠিত শিল্পায়ন এর সদস্যরা।

এদিন অপরাহ্ণে শিল্পায়ন অঙ্গনে প্রয়াত ও দীপার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠান এবং তারই স্বপ্নের শিল্পায়ন স্টুডিও থিয়েটার মঞ্চটি এদিন থেকে দীপা ব্রহ্ম মঞ্চ নামে ঘোষিত হয়। মূর্তি ও মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ডিরেক্টর আশিস গিরি, ডেপুটি ডিরেক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের শিক্ষক দীপঙ্কর মল্লিক,

এছাড়াও ছিলেন গোবরডাঙ্গার প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত প্রমূখ।টিঙ্কু দাসের এসরাজের করুণ সুরের মধ্য দিয়ে স্মরণ সভার সূচনা হয়। অন্যান্য বিশিষ্টজনদের সাথে স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি রিনা গিরি, নাট্য ব্যক্তিত্ব পৃথ্বীশ রানা, ভূমিকা, চলচ্চিত্রকার শান্তনু সাহা, অবন্তিকা ও সাংবাদিক ইন্দ্রনীল শুক্লা প্রমূখ।

শিল্পায়ন এর কর্ণধার আশিস চট্টোপাধ্যায় উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্টজনেরা মঞ্চে থাকা প্রয়াত দীপার প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান। বিশিষ্টজনদের স্মৃতিচারণায় সংগীত ও নাট্যপ্রেমী দীপার জীবনের না জানা অনেক বিষয় উঠে আসে।

এদিন দীপার স্মরণে পুরুলিয়া থেকে আগত আদিবাসী যুবক গৌতম এর লোকগান এবং সৃজনী ও জয়ন্তের গৌড়ীও নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। তৃতীয় দিন শিল্পায়ন এর প্রতিষ্ঠা দিবসে প্রদর্শিত হয় দীপা অভিনীত নাটকের কোলাজ ও কলকাতার দূরদর্শন প্রযোজিত এবং দীপা অভিনীত নাটক ‘পড়শি’।

বিভিন্ন জেলা থেকে আগত দীপার অনুরাগী, নাট্য সংস্কৃতিপ্রেমী মানুষজনের উপস্থিতিতে এবং সংগীত, নৃত্য আবৃত্তি এবং কথায়-কবিতায় এদিনের দীপা স্মরণ অনুষ্ঠান বেশ মর্মস্পর্শী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *