হরি কালী মন্দিরের জরাজীর্ন দশা দেখে সংস্কারের প্রতিশ্রুতি দিলেন,ডেন্টাল সার্জেন ডাঃ অলোক দাস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রাতঃভ্রমনে বেরিয়ে সাগরপুর হরি কালী মন্দিরের জরাজীর্ন দশা দেখে নিজের সৎ উপার্জনের টাকায় মন্দিরটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেন, গ্রামের ছেলে ঘরের ছেলে ডেন্টাল সার্জেন ডাঃ অলোক দাস।
গ্রামবাসীরা জানালেন এই গ্রামে ৪০ ঘর দাস সম্প্রদায় মিলে প্রায় ৮০ ঘর লোকের বাস এই গ্রামের উন্নয়নের কথা গ্রামের মেম্বার বা কোন নেতারা ভাবেন না। হরি কালী মন্দিরের টিনের চাল শতছিদ্র ও জরাজীর্ন।
বর্ষায় মন্দিরের সামনে এক হাটু জল জমে, আশপাশে সব ঢালাই রাস্তা হলেও এই গ্রাম বঞ্চিত, এত ঘর লোকের পানীয় জলের জন্য একটাই টিউবঅয়েল। নেই কোন ট্যাপের ব্যাবস্থা। ভোটের সময় নেতারা এসে গালভরা প্রতিশ্রুতি দিয়ে যায়।
পরে গ্রামে আর তাদের দেখা মেলে না। সাগরপুরের গ্রামবাসীদের এই আক্ষেপের কাহিনী শুনে গরীব দরদী উক্ত ডেন্টাল সার্জেন ডাঃ অলোক দাস প্রাথমিক ভাবে তাদের মন্দিরের সংস্কার এবং মন্দির সংলগ্ন বট গাছের গোড়া বাঁধিয়ে দেবার জন্য প্রাথমিক ভাবে কিছু টাকা গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে কাজের শুভারম্ভ করলেন।