জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

হাবড়ায় কৃষ্টি সঙ্গীতালয়ের রবি প্রণাম অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২শে শ্রাবণ পরম শ্রদ্ধায় পালন করলো হাবরা কৃষ্টি সংগীতালায়। গানে -কথায় – কবিতায় – নৃত্যে -নাটকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শিল্পীরা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কৃষ্টি সংগীতালয়ের ২১তম প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমাজকর্মী বিশ্বজিৎ সমাদ্দার। রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী বৈশাখী রায় ,কঙ্কনা বৈদ্য ,প্রিয়াঙ্কা সাহারায়, কৌশানি সেন, অজয় চক্রবর্তী ও প্রতিমা সাহা দাস সহ অন্যান্যরা ।

নৃত্য পরিবেশন করে মৌত্রিসা পোদ্দার,পায়েল ঘোষ প্রমুখ। গিটারে রবীন্দ্র সংগীত বাজিয়ে শোনান পিয়াসা সাহা। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী বন্যা নন্দী ও মৌসুমী দাস। এই রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয় কৃষ্টি সংগীতালয়ের পক্ষ থেকে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্রনাথকে ঘিরে শ্রুতি নাটক : স্মরণে কবি । অভিনয়ের গুণে শ্রুতি নাটকটি প্রাণবন্ত হয়ে ওঠে । নাটকে অংশ নেন পাঁচুগোপাল হাজরা ও প্রতিমা সাহা দাস।

সঙ্গতে ছিলেন বিশ্বদেব নন্দন ও রামানুজ নন্দন। উপলব্ধি কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি ও রবি কিরণের শিল্পীরাও এখানে অংশগ্রহণ করেন। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন নান্টু সাহা ও বিশ্বদেব নন্দন । সকলকে ধন্যবাদ জানান ক্বষ্টির প্রধান প্রতিমা সাহা দাস।সমগ্র অনুষ্ঠানটি অনির্বাণ রায় চৌধুরীর সুসঞ্চালনায় সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *