হাবড়ায় বর্ণচোরার সাংস্কৃতিক প্রতিযোগিতা
নীরেশ ভৌমিক : হাবড়া হাটথুবার অন্যতম সাংস্কৃতিক সংগঠন বর্ণচোরা গত ১৭ ডিসেম্বর এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে। এদিন মধ্যাহ্নে আয়োজিত অনুষ্ঠান ও প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী।
ছিলেন বিশিষ্ট শিক্ষিকা সোমা চক্রবর্তী, সাংবাদিক মলয় দাস, সংগঠনের প্রধান উপদেষ্টা স্থানীয় কাউন্সিলর সঞ্জয় দাস প্রমূখ। বর্ণচোরার প্রাণপুরুষ সুবীর নারায়ন দাস উপস্থিত সকলকে স্বাগত জানান। সদস্যরা বিশিষ্টজনদের উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির প্রসার এবং সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছোট-ছোট পড়ুয়াগনকে সংস্কৃতি মুখী করে তুলতে এবং তাদের অন্তর্নিহিত সুপ্ত গুণাবলীর বিকাশ সাধনে বর্ণচোরা সাংস্কৃতিক সংস্থার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। শিশু শিল্পী সাম্ভবী প্রামাণিকের কন্ঠে রবি ঠাকুরের পুতুল ভাঙ্গা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান ও প্রতিযোগিতার সূচনা হয়।
আবৃত্তি করেন শিক্ষিকা ও প্রখ্যাত বাচিক শিল্পী মুন্না দাস, শিক্ষার্থী ধ্রুব, বিদিশা, অস্মিতা, কার্তিকা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শিক্ষিকা ইলা দাস পোদ্দার।
প্রতিযোগিতা শেষে সেরা প্রতিযোগী’গনের হাতে আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্টজন। প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার প্রাপ্ত পড়ুয়াদের স্কুল পায়রাগাছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী’গনের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিয়ে অভিনন্দন জানান সংস্থার কর্ণধার সুবীর বাবু।
সংস্থার অন্যতম সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী আব্দিক দাসের সূচারু পরিচালনায় বর্ণচোরা আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।