হাবড়ার বেড়গুম পায়রাগাছি সমবায়ে ইফকোর কৃষক সভা
নীরেশ ভৌমিক : ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিঃ এর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ডি এ পি (তরল) সারের গুনাগুন সম্পর্কে দেশের কৃষক সমাজকে অবহিত করাতে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে প্রয়াস চালিয়ে যাচ্ছে দেশের অন্যতম প্রধান সার প্রস্তুতকারী সংস্থা ইফকো কর্তৃপক্ষ।
গত ১১ সেপ্টেম্বর হাবড়া ১ নং ব্লকের বেড়গুম পায়রাগাছি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির ম্যানেজার শ্যামল দে ও সহকর্মীদের ব্যবস্থাপনায় আয়োজিত কৃষি আলোচনাচক্রে সমিতির সদস্য অর্ধশতাধিক কৃষিজীবী মানুষ উপস্থিত হন।
ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা সমবেত কৃষকদের উদ্দেশ্যে জমিতে ফসল উৎপাদনে রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানান। ইফকোর অন্যতম আবিষ্কার ন্যানো ডিএপি (তরল) সার ব্যবহারে ভালো ফলন পাওয়া যাচ্ছে বলে মিঃ ঝা আরোও জানান।
এই তরল সার নাইট্রোজেন ও ফসফেট এর উৎকৃষ্ট উৎস। বীজ শোধনের জন্য এটি একটি আদর্শ সার। রাসায়নিক সারের প্রভাব জনিত মাটি দূষণ, বায়ুদূষণ এবং জলদূষণ কমায় এই ন্যানো ডিএপি তরল সার। বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ ঝা এদিন ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সারের গুণমান ছাড়াও ইফকোর তৈরি সাগরিকা
বায়োফার্টিলাইজার এবং ও প্রাকৃতিক পটাশ ইত্যাদি সারের প্রয়োজনীয়তা এবং ন্যানো ডি এ পি তরল সারের প্রয়োগ পদ্ধতি ও উপস্থিত কৃষকদের সামনে তুলে ধরেন। বক্তব্য শেষে রীতেশ বাবু সভায় উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিনের সভায় আগত কৃষিজীবী মানুষজনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।