হাবড়া বর্ণচোরা নাট্য সংস্থার সেমিনার ও নাট্যকর্মশালা
নীরেশ ভৌমিক : গত ১০ই সেপ্টেম্বর, ২০২৩ রবিবার। হাবরার বর্ণচোরা নাট্য সংস্থার আয়োজনে সকাল ১০ টা থেকে সংস্থার মহলা কক্ষে(হাটথুবা , ঘোষপাড়া )অনুষ্ঠিত হলো এক আড়ম্বরপূর্ণ নাট্যকর্মশালা সহ সেমিনার। নাট্যকর্মশালায় প্রায় ২০ জন শিশু কিশোর নিয়ে বিকাল ৪:০০ টা পর্যন্ত চলল এই সুন্দর প্রয়াস। প্রশিক্ষক হিসেবে ছিলেন গোবরডাঙ্গা রূপান্তরের প্রসিদ্ধ অভিনেতা স্বরূপ দেবনাথ। তিনি প্রশিক্ষণ শিবিরে রবি ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি নাটকের মাধ্যমে সুন্দরভাবে প্রস্তুত করে তোলেন ।
সংস্থার কর্ণধার সুবীর নারায়ন দাস শিশুদের নিয়ে ২০১৫ সাল থেকে কাজ করে আসছেন। তিনি কর্মশালার মাধ্যমে নতুন নতুন নাটক উপহার দেবেন বলে আমাদেরকে জানান।বিকেল চারটা থেকে শুরু হয় বর্ণচোরা আয়োজিত সেমিনার,যার বিষয় ছিল “শিশু কিশোর মনে নাটক ও আবৃত্তির প্রভাব”। আলোচনা সভায় বক্তা হিসাবে উক্ত বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাস এবং গোবরডাঙ্গা রূপান্তরের বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক গণ ।
উপস্থিত ছিলেন সর্বশ্রী প্রতাপ সেন অভিক দা ,চন্দন দেবনাথ, দেবদত্ত কর্মকার ও স্বরূপ দেবনাথ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার পরিচালক ও নাট্যকার শ্রী সুবীর নারায়ন দাস। সংস্থার অভিভাবক ও অভিভাবিকা গন সহ অন্যান্য নাট্যপ্রেমীগনের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠানের সমাপ্তিতে সংস্থার সম্পাদক অব্দিক দাস এবং সহ-সম্পাদিকা টুহাবড়া বর্ণচোরা নাট্য সংস্থার সেমিনার ও নাট্যকর্মশালা।ম্পা বসু আগামীতে নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে সংস্থা এগিয়ে নিয়ে যাবেন তার অঙ্গীকার করেন।