“হার ঘর তিরঙ্গা” ও “কন্যাশ্রী দিবস” কর্মসূচি পালিত হল সাধনপুর উলুডাঙ্গা তুলছিলাম উচ্চ বিদ্যালয়ে
নীরেশ ভৌমিক : কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস এন্ড ট্রেনিং এর সহযোগিতায় সাধনপুর উলুডাঙ্গা তুলছিলাম উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো “হার ঘর তিরঙ্গা” ও “কন্যাশ্রী দিবস” কর্মসূচি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রফিকার রহমান মহাশয়, জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দোপাধ্যায়, আমডাঙ্গা যুগলকিশোর মহাবিদ্যালয় মাননীয় অধ্যক্ষ ড. অনাদি মোহন রায় মহাশয়
এবং পার্শ্ববর্তী ৬৩ নম্বর ব্যাটেলিয়ানের সশস্ত্র সীমাবলের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রবীন্দ্রার সিং সহ অনেকেই। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় এক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আদিবাসী নৃত্যের একটি বিশেষ দল। সারা দেশের পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানের ২০টি বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।
উত্তর ২৪ পরগনা জেলার একমাত্র আমডাঙ্গার সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাইস্কুল এ এই কর্মসূচি পালন করার সুযোগ হয়েছে। সমগ্র অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তথা সি সি আর টির ডি আর পি (ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন) মাননীয় সমীর জানা মহাশয়।আগামীকাল সকালে ৯:৩০এ একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবার ও ৫ জন প্রাক্তন সেনাকর্মীকে সম্বর্ধনা প্রদান করা হবে।