হালখাতার অনুষ্ঠানকে ঘিরে হোমিওপ্যাথিক সেমিনার হল হেলেঞ্চা নিউ সাঁতরা হোমিও ফার্মেসিতে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : শুভ হালখাতার অনুষ্ঠানকে ঘিরে এক হোমিওপ্যাথিক সেমিনার হল হেলেঞ্চার নিউ সাঁতরা হোমিও ফার্মেসিতে।
আজ সকালে হেলেঞ্চাস্থ নিউ সাঁতরা হোমিও ফার্মেসির স্বত্ত্বধিকারী বাবু সুশান্ত সাঁতরার উদ্যোগে উক্ত ফার্মেসি প্রাঙ্গনে বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহার সভাপতিত্বে
অনুষ্ঠিত এই হোমিওপ্যাথিক সাইন্টিফিক সেমিনারে সভাপতির উদ্বোধনী বক্তব্য ও হোমিও গুরু মহত্মা স্যামুয়েল হ্যনিম্যানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ফোরাম সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা।
পরে অতিথি বরন শেষে পর্যায়ক্রমে হ্যনিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ নিখিল অধিকারী, ডাঃ বাদল ঘোষ, ডাঃ শ্রীদীপ রায়, ডাঃ হরসিৎ বাইন, সহ সেমিনারে উপস্থিত সকল ডাক্তার বাবু ও ডাক্তার ম্যাডামরা।
বক্তব্য রাখেন, ডাঃ নিখিল অধিকারী, ডাঃ বাদল ঘোষ, ডাঃ ইন্দ্রজিৎ দাস, ডাঃ অভিজিৎ চৌধুরী, প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি বিশিষ্ঠ শিক্ষক তথা ডাঃ চন্দন হালদারের অনবদ্য সঞ্চালনায় সমৃদ্ধ হয় বলে জানা গেছে।