হীরক জয়ন্তী উৎসব ২০২৩ উদযাপন হবে রণঘাট অঞ্চল হাই স্কুলের
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে জহিরুল ইসলাম বিশ্বাসের রিপোর্ট : রণঘাট, এক গুচ্ছো মনোজ্ঞ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে উদযাপিত হবে রণঘাট অঞ্চল হাই স্কুলের হীরক জয়ন্তী উৎসব উদযাপন – ২০২৩। কর্মসূচী গুলোর মধ্যে থাকছে, বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন -দৌড়, লং জাম্প, হাই জাম্প, ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান, পুষ্প ও কৃষি প্রদর্শনী, নৃত্য – আলেখ্য, নৃত্য ছন্দম, ব্যান্ড সংগীত, প্রাক্তন ছাত্র – শিক্ষক পুনর্মিলন – সংগীতে মৌসমী মুখার্জী, সাংস্কৃতিক প্রতিযোগিতা, নৃত্যনাট্য চন্ডালিকা, বেহালা ব্রাত্যজন পরিচালিত নাটক
‘ তারপর একদিন ‘ অভিনয়ে :- রজতাভ দত্ত (সিনেমা আটিষ্ট)। এ ছাড়াও বাগদা আরণ্যক বিজ্ঞান চক্রের পরিবেশনা, ‘অলৌকিক নয় লৌকিক’, পুতুল নাচ, মাশার্ল আর্ট, ছৌ নাচ, বহিরাগত স্বনামধন্য শিল্পীদের কন্ঠ সঙ্গীত পরিবেশনা। রণঘাট অঞ্চল হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষে স্কুলের সকল কর্মসূচিতে অংশগ্রহন করছে, রনঘাট অঞ্চল হাই স্কুল, বেয়াড়া হাই স্কুল, বাকসা হাই স্কুল, কাশীপুর গ্রাম সভা হাই স্কুল, সাবিত্রী হাই স্কুল, বাগদা হাই স্কুল, আমডোর হাই স্কুল, গোয়াল বাগী হাই স্কুল, মামা ভাগিনা হাই স্কুল, কনিয়াড়া হাই স্কুল সহ প্রায় কুড়িটা হাই স্কুল অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।
অনুষ্ঠান চলাকালীন সময়ে যাদের গৌরবময় উপস্থিতিতে রণঘাট অঞ্চল হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপন সমৃদ্ধ হবে, তাঁদের নামের তালিকায় রয়েছেন, উদ্বোধক, উত্তর ২৪ পরগনার বাণীপুর শরীর শিক্ষা মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমেন্দ্রনাথ ঘোষ, প্রধান অতিথি শ্রীকালিপদ বিশ্বাস শ্রীঅবনীভূষণ কাঞ্জিলাল, গৌরবময় উপস্থিতি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, জেলা পরিষদ সদস্য পরিতোষ কুমার সাহা, ডিপিএসসি সভাপতি দেবব্রত সরকার, উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক কৌশিক রায়, জেলা নোডাল অফিসার দেবাশীয় মৈত্র ,
বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী, বাগদা থানা আরক্ষা আধিকারিক উৎপল সাহা , বাগদা পূর্ব চক্রের এস আই সুকন্যা ঘোষ, রণঘাট পঞ্চায়েত প্রধান গণেশ রায়, বিশেষ অতিথি সমরেন্দ্র মৌলিক, কেনারাম তরফদার, গৌরহরি বিশ্বাস, কার্তিক বিশ্বাস, বীনা মজুমদার, বিশ্বজিত বিশ্বাস প্রমূখ।