হেলেঞ্চা কলেজের ১৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার আপামর গণমানুষের প্রানের মহাবিদ্যালয়হেলেঞ্চার ড. বিআর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়। যা আজ পরিণত হয়েছে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কলেজটি দীর্ঘ ১৮টা বছর পাড়ি দিয়ে আজ গর্বের সাথে পা রখলো ১৯শে। ২০০৫ ইং সালের ঠিক এই দিনটাতেই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মহান প্রচেষ্টায় হেলেঞ্চাতে প্রথমে ক্ষুদ্র পরিসরে আলোর মুখ দেখে এই কলেজটি।
তারপর থেকে অনেক চড়াই উতরায় পেরিয়ে গুটিগুটি পায়ে ১৯টা বছর পেরিয়ে মাথা উঁচু করে ২০২৪ সালে পা হেলেঞ্চার ড. বিআর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের। অস্বীকার করার উপায় নেই যে, কলেজটির নব-রূপকার বর্তমান প্রিন্সিপাল ড.চিত্তরঞ্জন দাসের সুদক্ষ পরিচালনা সহ সু-নিপুন হাতের ছোঁয়ায়, উন্নত মানসিকতা সম্পন্ন কলেজ পরিচালন কমিটির আন্তরিক সহযোগিতায়,
অধ্যক্ষ মহাশয়ের সুযোগ্য সহযোদ্ধা ভাইস প্রিন্সিপাল ড. রূপলিনা ব্যানার্জি, প্রফেসর ড. আতা মল্লিক, কৌশিক সাউ, অধীর রায়, বাসুদেব মন্ডল, লতিকা প্যাটেল, সৃজনী রায়, চন্দন বিশ্বাস, আজিজ মন্ডল, রাতুল তরফদার সহ একাধিক টিচিং ও নন-টিচিং ষ্টাফদের আন্তরিক সহযোগিতায় আজকের ড. বিআর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় অনেকটাই পরিপূর্ণ।
আজকের এই বিশেষ দিনে সর্ব প্রথম কলেজ চত্বরে ড. বি.আর.আম্বেদকর সাহেবের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। পরে সন্মিলিত প্রফেসরগনের কন্ঠে বেদের স্তোত্র পাঠ চলা কালে চারা গাছে জলদান করে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্র-ভিসি ড. আশিষ কুমার পানিগ্রাহী।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে অধ্যক্ষ ড.চিত্তরঞ্জন দাস মহাশয়কে উত্তরীয় ও চারাগাছ প্রদানের মাধ্যমে বরন করে নেন ভাইস প্রিন্সিপাল ড. রূপলিনা ব্যানার্জি। পরে পর্যায়ক্রমে প্রধান অতিথি প্র-ভিসি ড. আশিষ কুমার পানিগ্রাহী, বিশেষ অতিথি উপস্থিত নব-নির্বাচিত বিধায়িকা মধুপর্ণা ঠাকুর, কলেজ পরিচালন কমিটির সভাপতি তরুন ঘোষ, প্রতিষ্ঠাতা অফিসিয়েটিং প্রিন্সিপাল ও প্রাক্তন কলেজ পরিচালন কমিটির সভাপতি নকুল চন্দ্র হীরা,
কলেজ পরিচালন কমিটির সদস্য রাম চন্দ্র বোস, অঘোর হালদার, সাংবাদিক উত্তম কুমার সাহা, অনিরুদ্ধ কীর্তনীয়া, অতিথি প্রফেসর ড. দ্বীপেন বিশ্বাস মহাশয়কে কলেজটির প্রথা অনুযায়ী উত্তরীয় ও চারাগাছ প্রদানের মাধ্যমে বরন করে নেন কলেজের অধ্যক্ষ ড.চিত্তরঞ্জন দাস। প্রতি বছরের মত এ বছরেও অনুষ্ঠানের শুরুতে এ বছরের দীর্ঘ উন্নয়নের রিপোর্ট পেস করেন,
কলেজের অধ্যক্ষ ড.চিত্তরঞ্জন দাস। যুগ যুগ ধরে একরাশ সাফল্য আকড়ে বেঁচে থাকার প্রত্যাশা, কলেজটির উত্তরোত্তর কল্যাণ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্র-ভিসি ড. আশিষ কুমার পানিগ্রাহী, বিশেষ অতিথি বিধায়িকা মধুপর্ণা ঠাকুর প্রমূখরা।
কলেজটির সভাকক্ষে অনুষ্ঠিত ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকেরমনোজ্ঞ অনুষ্ঠানটি উক্ত ব্যক্তিবর্গ সহ কলেজের সন্মানিত অধ্যাপক, অধ্যাপিকাগন, টিচিং ও নন-টিচিং ষ্টাফ সহ অসংখ্য ছাত্র-ছাত্রীদের আন্তরিক উপস্থিতিতে এই ১৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সমৃদ্ধ হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও যা নতুন মাত্রা যুক্ত হয়।সমগ্র অনুষ্ঠানটি নিখুঁত ভাবে পরিচালনা করেন, কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রূপলিনা ব্যানার্জি ও তাঁর সহযোগী প্রফেসর চন্দন বিশ্বাস।