হেলেঞ্চা কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ মাতালো হেলেঞ্চা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের হেলেঞ্চা ড. বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ মাতালো হেলেঞ্চা।
কলেজের ছাত্র ছাত্রী সহ এলেকার সঙ্গীত পিপাশু মানুষদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নির্বিঘ্নেই সম্পন্ন হল তৃণমূল ছাত্র পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
মহাবিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের সার্বিক সহযোগিতা সর্ব্বপরি মহাবিদ্যালয়ের উদার ও উন্নত মন-মানসিকতার জন্য সর্ব্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরনায় হেলেঞ্চা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত
বর্তমান কালের অতি জনপ্রিয় গায়ক ‘স্নিগ্ধজিৎ ভৌমিকের’ সফল অনুষ্ঠাটি আবারও প্রশংসা কুড়ালো কলেজের ছাত্র ছাত্রী সহ এলেকার অগনিত সঙ্গীত পিপাসু মানুষের।