জেলার খবর

হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিজয়া সন্মেলনী ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  তখনও হেলেঞ্চার নীল দিগন্ত ছুঁয়ে থাকা অভিমানী মেঘেরা তাদের রং হারায়নি। আরেক নিম্নচাপের আগাম বার্তা জানাতেই যেন আকাশের মুখ তখনও ভার, দুপুর ঘনিয়ে আসার আগেই যেন হাজির হয়েছে বিকেল।

তবুও পূর্ব নির্ধারিত কর্মসুচী অনুযায়ী নির্ধারিত সময়ের আধ ঘন্টার মধ্যেই নাচ,গান,আবৃতি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠলো হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহা বিদ্যালয়ের বিজয়া সন্মেলনী ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান।

আজ মহাবিদ্যালয়ের সভাকক্ষে মহাবিদ্যালয়টির রূপকার, জনপ্রিয় প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাশের পৌরহিত্যে ডাইস প্রিন্সিপাল, বাংলা ও ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক, বিভিন্ন বিষয়ের অধ্যাপক, অধ্যাপিকাগন, মহাবিদ্যালয়ের ষ্টাফগন সহ ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে সমৃদ্ধ হল এই বিজয়া সন্মেলনী ও জেলা পর্যায়ে বিজয়ী ছাত্র ছাত্রীদের বিশেষ সন্মাননা অনুষ্ঠানটি।

জানা গেছে, সম্প্রতি বারাসত জেলা রবীন্দ্র ভবনে যুব বিষয়ক বিভাগ আয়োজিত যুব সংসদ, প্রবন্ধ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার মধ্যে উক্ত মহাবিদ্যলয়ের ছাত্র ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা ‘প্রথম স্থানাধিকার’ ও যুব সংসদ প্রতিযোগিতায় ‘তৃতীয় স্থানাধিকার’ করে জেলাস্তরে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হেলেঞ্চা ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহা বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করায়

এই অনুষ্ঠান থেকে তাদেরকে উত্তরীয়, শংসাপত্র ও ট্রফি প্রদানে মাধ্যমে সন্মানিত করা হয় এবং এই ধরনের কর্মকান্ডে সংযুক্ত অধ্যাপক, অধ্যপিকা ও ছাত্র ছাত্রীদের বিশেষ ভাবে উৎসায়িত করা হয়। বিজয়া সন্মেলনী ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অসংখ্য গুনে সমৃদ্ধ বাসুদেব মন্ডলের কন্ঠে পরিবেশিত লোকগীতি প্রশংসিত হয়।

ছাত্র ছাত্রীদের পরিবেশিত নাচ, গান, আবৃতিও অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। অদ্যকার বিজয়া সন্মেলনী ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি এক পর্যায়ে পরিনত হয় ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মিলন মেলায়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চলক ছিলেন, অধ্যাপক আজিজ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *