হেলেঞ্চা বিধায়কের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের আহ্বানে বাগদা ব্লকের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের একাংশের সক্রিয় সহযোগিতায় হেলেঞ্চাস্থ বিধায়ক কার্য্যালয় প্রাঙ্গণে আজ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের আমেজে রীতিমতো চোখে পড়ার মত রোজাদার মূসল্লীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল এক ইফতার ও দোয়া মাহফিল।
উক্ত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বনগাঁ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক তথা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহীম, বাগদার ইমাম মাওলানা মোশারফ হোসেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পূর্ব ও পশ্চিম ব্লক মাইনোরিটি সেলের সভাপতি যথাক্রমে ইব্রাহিম মন্ডল ও সাহাজুল মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা
রায়, সহঃসভাপতি তরুণ ঘোষ, তৃনমুল কংগ্রেস নেতা সুব্রত পাল, সালাম সরদার, নীলদর্পণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিপদ মন্ডল, কার্যকরী সভাপতি পীযূষ বিট, সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবির মজুমদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাগদা ব্লকের নটি অঞ্চলের নয় জন মাইনোরিটি সেলের সভাপতিগন প্রমুখ।