হেলেঞ্চা ৫নং কলোনীর কাছে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে বাসের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই প্রান গেল সদ্য ভুমিষ্ট কন্যার পিতার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ মহকুমা হাসপাতালে সদ্য ভুমিষ্ট কন্যাকে এক নজর দেখতে যাওয়াই আজ শেষ যাওয়া হল ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের ঝিকড়া গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাসের।
বাগদার ঝিকড়া গ্রাম থেকে আজ সকালে বনগাঁ যাওয়ার পথে হেলেঞ্চা ৫নং কলোনীর কাছে এসে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে বয়রা গামী এক বাসের চাকায় পিষ্ট হলে তার মাথার ঘিলু ছিটকে বেরিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে বাগদা থানার পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত বাগদা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ বিশ্বাসকে মৃত বলে ঘোষনা করে।
ঘটনার আকস্মিকতায় ঝিকড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। সদালাপী বিশ্বজিতের সড়ক দর্ঘটনা জনিত মৃত্যুতে তার নিকট আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।