আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

District newsঅনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসভা ও সমাবেশ

হোমিওপ্যাথির জনক ড. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মবার্ষিকী স্মরণে “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উদযাপন বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরাম এর

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ ১০ এপ্রিল, বেলা ১১টায় সরকার অনুমোদিত বাগদা হোমিওপ্যাথিক মেডিকেল ফোরামের পক্ষ থেকে হোমিওপ্যাথির জনক ড. স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী স্মরণে “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উদযাপিত হল ফোরামের অস্থায়ী কার্য্যালয়ে।

প্রতি বছরের মত এবছরেও দিবসটি উদযাপন উপলক্ষ্যে এই বিশেষ দিনটিতে গভঃ রেজিঃ (বাঃ হোঃ মেঃ ফোঃ)- এর পরিচালনায় বাগদার হোমিওপ্যাথিক চিকিৎসকগন তথা উক্ত সময়ে উপস্থিত ফোরামের সদস্য সদস্যাগণ

হোমিও গুরু ড. স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে বিনম্র ভাবে সন্মান জানানোর জন্য ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহার গোল ঘরে একত্রিত হয়। উক্ত ফোরামের বর্ষিয়ান সদস্য ডাঃ মনোরঞ্জন তরফদার মন্টু প্রদীপ প্রোজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

মহত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে শ্রদ্ধার সাথে পুষ্প-মাল্য নিবেদন করেন (বাঃ হোঃ মেঃ ফোঃ) সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা। তারপর পর্য্যায়ক্রমে মহত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন (বাঃ হোঃ মেঃ ফোঃ) সম্পাদক ডাঃ বনমালী মন্ডল, ডাঃ মনোরঞ্জন তরফদার মন্টু, ডাঃ দিলীপ পাল,

ডাঃ হাসিরানী হালদার, ডাঃ নিখিল বিশ্বাস, ডাঃ মিতা বিশ্বাস, সুশান্ত সাঁতরা, দিবাকর বিশ্বাস প্রমূখ। হোমিওপ্যাথিতে মহত্মা হ্যানিম্যানের অবদান ও চিকিৎসা জীবনে হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে নিজের সাফল্যের উপর বক্তব্য রাখেন,

ডাঃ উত্তম কুমার সাহা, ডাঃ বনমালী মন্ডল, ডাঃ মনোরঞ্জন তরফদার মন্টু, ডাঃ নিখিল বিশ্বাস প্রমূখ। ছায়া সুনিবীড় ও এক অনবদ্য আনন্দ ঘন পরিবেশে চায়ের আড্ডার মধ্য দিয়ে কবিতায ও আলোচনার মধ্য দিয়ে একটা লম্বা সময় কাটানোর পর সবাই মিলে এক অনাবিল আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে

‘চড়ুইভাতি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে (বাঃ হোঃ মেঃ ফোঃ) আয়োজিত মহত্মা হ্যানিম্যানের ২৭১তম জন্মজয়ন্তী তথা “বিশ্ব হোমিওপ্যাথি দিবস” উদযাপনের সমাপ্তি লগ্নে পৌঁছানোর সুযোগ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *