রাজনৈতিক দলের খবর।

১২ জন লড়াকু তৃনমুলের সৈনিককে আঞ্চলিক ক্রীড়া সেলের সভাপতির দ্বায়িত্ব প্রদান

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো মজবুত করতে বাগদা বিধানসভা এলাকার ১২ টি গ্রাম পঞ্চায়েতের ১২ জন লড়াকু তৃনমুলের সৈনিকের হাতে আজ তৃনমুল কংগ্রেস ক্রীড়া সেলের আঞ্চলিক সভাপতির নিয়োগ পত্র তুলে দিলেন, বনগাঁ সাংগঠনিক জেলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী আলো রানী সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত বিশেষ সভায় উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেত্রবৃন্দ।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃনমুল কংগ্রেসের পার্টি অফিস ‘সর্বজয়া ভবনে’ থেকে এই নিয়োগ পত্র পেলেন, বাগদা জি পির আশ্রম পাড়ার দীন বন্ধু হীরা, হেলেঞ্চা জি পির কলোনির চন্দন রায়, বয়রা জি পির হৃষিকেশ মন্ডল, আষাঢ়ু জি পির মালিপোতা গ্রামের মফিজুর রহমান, রনঘাট জি পির মুজিবার মালিতা,

সিন্দ্রানি জি পির নলডুগরী মাগুর ঘোনার পিযুশ বালা, মালিপোতা জি পির কুজারবাগী গ্রামের আয়নাল মন্ডল, কনিয়াড়া ১ জি পির ধূলনী গ্রামের রাজু দাস, কনিয়াড়া ২ জি পির চুয়াটিয়া গ্রামের রামেশ বিশ্বাস, সুন্দরপুর জি পির মনসাদা গ্রামের মেঘনাথ সর্দার, ট্যাংরা কলোনির অলোক রায়।


উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বনগাঁ সাংগঠনিক জেলা তৃনমুল কংগ্রেসের সভানেত্রী আলো রানী সরকার, বাগদা বিধানসভার ক্রীড়া সেলের সভাপতি বিপ্লব সরকার, বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ন ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ, বনগাঁ সাংগঠনিক জেলার ক্রীড়া সেলের রতন দাস সহ জেলার আইএনটিটিইউসির  নেত্রবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *