জেলার খবর

১৪জুলাই – ২১জুলাই ‘২০২৩-অরণ্য সপ্তাহে বন-মহোৎসব করলো গয়েশপুর করুণাময়ী মিশন পরিচালিত প্রান্তিক নাট্য তীর্থ

চাঁদপাড়া থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করার লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও গয়েশপুর করুণাময়ী মিশন পরিচালিত প্রান্তিক নাট্য তীর্থ, ২৩ শে জুলাই ২০২৩ পালন করলো বনমহোৎসব।

সেইসঙ্গে পালিত হলো এ বছর ২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা জ্ঞাপন।উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থান অধিকারী প্রেরণা পাল, পরিবেশকর্মী, অর্ণব কুন্ডু নাট্যকর্মী জীবন অধিকারী, ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক পাল ও গয়েশপুর গ্রামের গ্রাম সভার সদস্য শুভ সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ।

প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর অতিথিদেরসম্মাননা জ্ঞাপন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা- সংবর্ধনা ও অতিথি ভাষণ। দ্বিতীয় পর্বে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য, সঙ্গীত, আবৃর্ত্তি ও নাটক। নৃত্যে অস্মিতা সানা ,আবৃর্ত্তি -অঙ্কিত সরকার,সঙ্গীতে রিমি সাহা প্রেরণা পাল ও মানিক চক্রবর্তী।

সবশেষে গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্যতীর্থ, পরিচালিত ও প্রযোজিত নাটক- হিজল ভাই শিমুল বোন। নাটক কার- মৃণাল কান্তি দাস ।পরিচালনায় -বিশ্বনাথ ভট্টাচার্য। রূপসজ্জা ও পোশাক-রাখী বসাক। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা -অনিমেষ বসাক মঞ্চ সজ্জা অঙ্কিত সরকার। অভিনয়ে অঙ্কিত সরকার, রিতম বিশ্বাস ,ঋক বিশ্বাস, সুজয় নিয়োগী, সুজাতা নিয়োগী ,সৌমিলি মন্ডল, অর্পণ মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *