১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে সিত্রাং শনিবার এবং রবিবার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গ-উড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। জানা গেছে, থাইল্যাণ্ডের নামকরণকৃত ঘূর্ণিঝড় সিত্রাং ঘন্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, সৃষ্টি হয়েছে দু’দুটি ঘূর্ণাবর্ত।
একটি উত্তর প্রদেশ সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে এবং অন্যটি ঠিক পূর্ব বাংলাদেশের ওপর রয়েছে। শনিবার এবং রবিবার উড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের পাশাপাশি বাংলাদেশের উপকূলেও তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় সিত্রাং। এই নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তাই মৎসজীবিদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।