জেলার খবররাজনৈতিক দলের খবর।

২০২৩ এর ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে বাগদায় জয়-জয়কার তৃনমুলের

1,404 Comments in moderation

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গনতন্ত্রের মহৎসব রাজ্যের দশম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শেষে রাজ্যের ৩৯৯টা গননা কেন্দ্রে সিসিটিভির নজরদারি ও সশস্ত্র পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বলয়ে শুরু হয় ভোট গননার কাজ।

তারই অংশ হিসাবে উত্তর ২৪ পরগনার ২২টি গননা কেন্দ্রের মত হেলেঞ্চা হাই স্কুলে শুরু হয় পুরো বাগদা ব্লকের সকল বুথের গননার কাজ। গননা শেষে দেখা গেল, বাগদা ব্লকে গত বারের তুলনায় এবারে আরও একটা মিলে মোট তিনটে পঞ্চায়েত শাসক দলের হাতছাড়া হলো।

তার পরেও সার্বিক ভাবে তৃনমুলের জয়জয়কার বলা যেতেই পারে। বিশেষ করে বাগদা পূর্ব ব্লকে চারটি পঞ্চায়েতই মোটামুটি সন্মানের সাথে বজায় রেখে তৃনমুল কংগ্লেসের জয়ের ধারা অব্যহত রেখেছে পুর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা।

সে ক্ষেত্রে পশ্চিম ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদারের অধীন পাঁচটা পঞ্চায়েতের মধ্যে হারিয়েছে তিন তিনটে পঞ্চায়েত। যদিও বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দুটৌ পঞ্চায়েত হারালেও পরে পুনঃরুদ্ধার করেছিন তৃনমুল কংগ্রেস নেতৃত্ব।

এবার এই ব্লকের অধীন দশম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাগদা ব্লকের রাজধানী নামে খ্যাত সেই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতটিই এবার বেহাত হয়েছে তৃনমুল কংগ্রেসের। সেই অর্থে নির্বাচনী সাফল্যের নিরীখে দেখা যাচ্ছে পশ্চিম ব্লকের তুলনায় এগিয়ে গেছে পূর্ব ব্লকই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *