২১ ফেব্রুয়ারী মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”
নীরেশ ভৌমিক: ২১ ফেব্রুয়ারী মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারতবর্ষের সর্ববৃহৎ নাট্য উৎসব “ভারত রঙ্গ মহোৎসব”-এর এবছর ২৫ তম বর্ষ।
এই উপলক্ষে সারা ভারতের ২০০০ এর বেশি নাট্য দল ভারত রঙ্গ মহোৎসবের অন্তর্গত বিশেষ আয়োজন “জন ভারত রঙ্গ”-এ অংশগ্রহণ করে। মছলন্দপুর ইমন মাইম সেন্টার-ও এই আয়োজনের শরিক হিসাবে নিজ উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে মঞ্চস্থ করল অণু নাটক “আমাদের ভারত বিকশিত ভারত”। ধীরাজ হাওলাদার-এর পরিচালনায় মোট ২২জন কলাকুশলী এই নাটকে অংশগ্রহণ করেন। অভিনয়ে বিশেষভাবে উল্লেখ করার মত অনুপ মল্লিক, শ্রেয়া দাস, সৃজা হাওলাদার, সায়ন প্রামাণিক, সুজিত বণিক-রা।