২৯ তম রাজ্য তাইকোল্ড চ্যাম্পিয়নশিপ ‘২২-এ হেলেঞ্চা এটিএস একাডেমির পুরস্কার ৯
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার জহিরুল ইসলাম : হেলেঞ্চা, হাওড়া ডিষ্ট্রিক তাইকন্ডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় ২৯ তম রাজ্য তাইকোল্ড চ্যাম্পিয়ানশিপ ‘২২ সমাপ্ত গত ২৫শে ডিসেম্বর। সারা বাংলার ২৩ টি জেলা থেকে ৭৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানা গেছে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হাওড়া কদমতলার নেতাজী বালক সঙ্ঘের মাঠে। গত শনিবার প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সমগ্র প্রতিযোগী প্রতিযোগিনীদের চারটি জোনে ভাগ করে ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতায চলার পর গত রবিবারে পরিসমাপ্তি ঘটে।
রাজ্যের ২৩ টি জেলা থেকে ৭৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। প্রতিযোগীদের সাথে ছিলেন তাদের টিম ম্যানেজার ও কোচ । চারটি জোনে ভাগ করে প্রতিযোগিতার শুভারম্ভ হয়েছিল। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নথিভুক্ত হওয়া সত্বেও কোনো রকম সরকারি সাহায্য নাকি পাওয়া যায়নি এই প্রতিযোগিতায়।
এই প্রতিযোগিতায় পুরুলিয়া জেলার প্রতিযোগীরা প্রথম, হাওড়া জেলার প্রতিযোগীরা দ্বিতীয় এবং উত্তর ২৪ পরগনা জেলার প্রতিযোগীরা তৃতীয় স্থান অধিকার করেছে বলে জানা গেছে। প্রকাশ, হেলেঞ্চা এটিএস একাডেমির পক্ষ থেকে মোট ১১জন খেলোয়াড় অংশ গ্রহন করে। তার মধ্য থেকে ৯টা পুরস্কার তারা জিতে আনতে সক্ষম হয়।