আন্তর্জাতিক

৬৮ নং ব্যাটলিয়নের জওয়ানরা বাগদার নওদাপাড়া সীমান্ত থেকে আটক করল ১৯ পিস সোনার বিস্কুট যার আনমানিক মুল্য ২ কোটি টাকারও উপরে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুক ও গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় ইয়াদ আলি মন্ডল : আজ সকালে বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে ১৯ পিস সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফের ৬৮নং ব্যাটলিয়নের জওয়ানরা। যার ওজন মোট ২ কেজি ২০৪ গ্রাম।

বর্তমানে যার আনুমানিক মুল্য দাড়াচ্ছে ২ কোটি ২০ লক্ষ টাকারও অধিক। বাগদা থানার মামাভাগিনা বিওপির নওদাপাড়া এলাকা থেকে কৃষকদের ব্যাবহৃত স্প্রে মেশিনের মধ্য থেকে  উদ্ধার হয় উক্ত সোনার বিস্কুট গুলি।

সীমান্তে কর্তব্যরত বিএসএফ কত্তৃক সোনার বিস্কুট গুলো আটক কালে মামাভিনা বিএসএফ ক্যাম্পে উপস্থিত ছিলেন, ৬৮ নং ব্যাটলিয়নের সি ও যোগেন্দ্র আগোরওয়াল, ইনেস্পেক্টর ওঙ্কার নাথ, এস আই জি উদয় রায়, এএসআই এমআরএ শেখ, এসআই জি বি কে রাজু প্রমূখ।

ওই দিন সন্ধ্যায় কড়া বিএসএফি নিরাপত্তায় সোনার বিস্কুট গুলি বাগদা কাষ্টমস্ অফিসে জমা দেন এস আই সৌরভ থাপার নেতৃত্বে, এইচ সি মনীশ, কনঃ লক্ষন কুমার ও কনঃ রঞ্জিত রায় প্রমৃখ। কোন আসামী ধরা পড়েনি, বিপদ বুঝে সোনা ভর্তি স্প্রে মেশিন ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *