জেলার খবর

৭০ তম প্রতিষ্ঠা দিবসের নানা প্রকার বর্ণাঢ্য অনুষ্ঠানে সমৃদ্ধ হল চাঁদপাড়ার ঢাকুরিয়া হাই স্কুল

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে গত ২৪ জানুয়ারি সাড়ম্বরে শুরু হয় চাঁদপাড়ার চাকুরিয়া হাই স্কুলের ৭০ তম প্রতিষ্ঠা দিবস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক জনার্ধন চক্রবর্তী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট শিক্ষানুরাগী শান্তিময় চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী হেমকান্তি মজুমদার, সমিতির সভাপতি কাজল ঘোষ, সদস্য উত্তম লোধ,

বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নীরেশ চন্দ্র ভৌমিক, রঞ্জিত বালা প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনুপম দে উপস্থিত সকলকে স্বাগত জানান। বক্তব্য রাখেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বিদ্যালয়ের অতীত ঐতিহ্য তুলে ধরেন। সেই সঙ্গে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানান।

এদিন বিদ্যালয়ের বিগত ৪ বছরের মেধা তালিকার শীর্ষের পড়ুয়াদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এই বিদ্যালয়েরই শিক্ষকতা জীবনে একটিও মেডিক্যাল লিভ না নিয়ে অতি সুনামের সাথে শিক্ষকতা জীবন শেষ করায় তাঁকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন, মানপত্র প্রদান ও নানা রকম উপহার প্রদান করা হয়।

সেই সঙ্গে বিদ্যালয়েরই ৬ জন ছাত্র যারা বিগত শিক্ষাবর্ষে নীট উত্তীর্ণ হয়ে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে ভাবি চিকিৎসক হতে চলেছে, তাদেরকেও বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন সংবর্ধনা জ্ঞাপন হয়। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের সুসজ্জিত অঙ্গনে অনুষ্ঠিত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মুকাভিনয়, নাটক, নৃত্য, আবৃতি দর্শক মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।

বিদ্যালয়ের নবাগত শিক্ষক দেবাশিস বোসের কন্ঠে কবিতা আবৃতি, ব্রহ্মপুত্র বন্দনায় বিদ্যালয়ের ছাত্রী শতরুপা ঘোষের নৃত্য শৈলী, বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ কুণ্ডু ও শিক্ষিকা নন্দিতা রায়ের নির্দেশনায় থিম ড্যান্স ‘করোনা যুদ্ধ ফিরে দেখা’ অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে। এ দিন উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করে বিশিষ্ট সংগীত শিল্পী রাজু দেবনাথ ও শ্রীপর্ণা মিত্রের উদাত্ত কণ্ঠে গাওয়া লোকসংগীতের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *