৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
নীরেশ ভৌমিক :15 ই আগস্ট স্বাধীনতার 77 তম দিবস উদযাপন করল CSCT Welfare Association NGO-র সকল সদস্যরা ।
ঘরোয়া মহিলাদের এই প্রথম তারা ফুটবল খেলার মাধ্যমে মাঠে নামায় তাদের সারাবছর শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য। দিবা রাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে পুরুষ বিভাগে পাঁচটি দল আর মহিলা বিভাগে চারটি দল ফুটবল খেলায় অংশ নেয়।
ট্রপি এবং মেডেল দেওয়া হয় সকল খেলোয়াড় দের। সব মিলিয়ে 200 অধিক লোকের খাওয়ার আয়োজন করেছিল NGO. খেলার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখার বার্তা দিয়ে সুসম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠান।