৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করলো গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্য তীর্থ
নীরেশ ভৌমিক : গত ১৫ ই আগস্ট ২০২৩ গয়েশপুর করুণাময়ী মিশন প্রান্তিক নাট্য তীর্থ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান।
পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলন করেন, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনা মাননীয় প্রভাত মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ ও ছাত্রছাত্রীরা ।
সংগঠনের কর্ণধার অনিমেষ বসাক বলেন তার বক্তব্য পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর সন্তানদের বীরত্বের কথা তুলে ধরেন। প্রভাত মজুমদার তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর সেনাদের বীরত্বের কথা বলেন। এছাড়া নাচ গান আবৃত্তি মাধ্যমে অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে।