কম্পেনিয়ন ভোট দেওয়াকে কেন্দ্র করে ৭৭ নং নওদাপাড়া বুথে নির্দল ও সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হল বাগদা
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কম্পেনিয়ন ভোট দেওয়াকে কেন্দ্র করে বাগদা গ্রাম পঞ্চায়েতের ৭৭ নং নওদাপাড়া বুথে নির্দল ও সিপিএমের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার বাগদা। দু’পক্ষের ইট বূষ্টি, দাঁ লোহার রড ও লাঠির আঘাতে উভয় পক্ষের কমবেশি ৩২ জনেরও অধিক আহত হয়েছে বলে জানা গেছে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন মন্ডল বাগদা থানায় এক লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন, নির্দল সিপিএম প্রার্থীর কর্মী সমর্থকরা বুথে ঢুকে জোর করে ছাপ্পা ভোট দিচ্ছিল। অবশ্য একই অভিযোগ নির্দল সিপিএম প্রার্থীর।
তারা নয় ছাপ্পা ভোট দিচ্ছিল নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থীর লোকজনেরা। জানা গেছে দু’পক্ষের মধ্যে মারামারির ও পাথর বৃষ্টির মাঝখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর লোকজন ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাক্স ফিরে আসে।
এই ঘটনার পর ভোট দেওয়া বন্ধ হয়ে যায়। দু’পক্ষের আহতরা বাগদা হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সিপিএমের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বাগদা থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয় বলে জানা গেছে।
আহতদের মধ্যে এজমক জনের অবস্থা আশংকা জনক, তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর আগামী ১০ই জুলাই উক্ত কেন্দ্রে পুনঃনির্বাচন হবে বলে জানা গেছে।