৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে স্বপ্নচর
নীরেশ ভৌমিক : নাটকের সংগঠন স্বপ্নচর। বরাবরের মতো স্বাধীনতা দিবস উদযাপনটাও নাট্যাভিনয়ের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয়। কোভিড পরবর্তী সময়কালেও এই ধারা অব্যাহত ছিল। যথাক্রমে স্বাধীনতার ৭৬তম ও ৭৭তম বছরেও গোবরডাঙা টাউনহলে অভিনীত হয়েছিল জনপ্রিয় নাট্য “টুনটুনি লো” ও এ সময়ের দৃশ্যকাব্য -“এলারামের ঘড়ি” নাট্যটি।
কিন্তু এবারে সেই ধারাবাহিকতায় আসে বদল। গত ১৫ই আগষ্ট,একই সাথে এ বঙ্গের দুই প্রান্তে স্বপ্নচর উদযাপন করল ৭৮তম স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষণটিকে। সহজপাঠশালা (জলপাইগুড়ি শাখা)র একঝাঁক শিশু কিশোর, হর ঘর তেরঙ্গা, স্বাধীনতার গান ,স্লোগান আর লং র্যালির মধ্যে দিয়ে শুরু করল প্রভাতফেরির অনুষ্ঠান।
প্রায় ৩০জন শিশু কিশোর এই র্যালিতে পা মেলাল ও গ্রামেরই মানুষের সামনে পরিবেশন করল সমবেত নৃত্য আলেখ্য “ভারতবর্ষ সূর্যের এক নাম”ও “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি।”। ভাবনা ও পরিকল্পনায় -সুদীপ্তা দাস। প্রয়োগে-নন্দীনি, আয়ুশি, শ্রাবন্তী, অঙ্কিতা, অমৃতা, লাবনি, অনুপম, প্রিয়তম, লাকি, রাজদীপ, গোবিন্দ,
গনেশ, রিদম, আদিত্য,ঐশ্বিক,ধ্রুব এবং ঈশান। তাদের স্বতস্ফূর্ততায় মুগ্ধ গ্রামের মানুষেরাও এই মহতী উদ্যোগে সামিল হন। সন্ধ্যায় গোবরডাঙায় নিজ মহলাকক্ষে পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসটিকে পালন করা হয়।
উপস্থিত ছিলেন পরিচালক মহঃ সেলিম সহ সৌরভ বিশ্বাস, অভিজিৎ দাস, প্রত্যুষ কর, আমীর হোসেন, প্রিয়া বিশ্বাস, প্রিয়া রায়, গৌরী ঢালী, সুব্রত সাধুখাঁ, সঞ্জয় বোস সহ অন্যান্য দর্শকবৃন্দ।