৭৮ তম স্বাধীনতা দিবসে ‘হর ঘর তিরঙ্গা’: শ্রী নগর হাবড়ায়
নীরেশ ভৌমিক : শ্রী নগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ” হয় ঘর তিরঙ্গা” কে সঙ্গে নিয়ে উৎযাপন করলো ৭৮ তম স্বাধীনতা দিবস। সংস্থার সম্পাদিকা মাধুরী ঘোষের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনূষ্ঠানের শুভ সূচনা। এরপর স্বাধীনতা আন্দোলনের দেশের বরেণ্যদের প্রতিকৃতিতে মাল্যদান করেন দিলীপ ঘোষ,আশিস কুমার ঘোষ এবং মাধুরী ঘোষ।
এরপর স্বাধীনতা আন্দোলনের সকল শহীদ ও বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে ফুল তর্পণ করে সকল সদস্যরা। এরপর স্বাধীনতা দিবসে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর কি ভূমিকা, সেটা নিয়ে আলোচনা করেন সভাপতি -দিলীপ ঘোষ, সহসভাপতি -আশিস কুমার ঘোষ এবং সম্পাদিকা -মাধুরী ঘোষ। এরপর স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে দেশাত্মবোধক কবিতা, গান, আবৃত্তি পরিবেশন করেন সদস্যরা। সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।