রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে খোলা হলো অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প
নীরেশ ভৌমিক : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও খোলা হলো অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
গত ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে, রবীন্দ্র নাট্য সংস্থার নিজস্ব ভবনের সামনে, সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা অবধি অস্থায়ী এই কেন্দ্রে পথ চলতি শিশু থেকে বৃদ্ধ বহু মানুষকে এই চিকিৎসা পরিসেবা দান করা হয়।
সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন “পূজার কটাদিন ভিড়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন, পায়ে ব্যাথা পান, কেউ পরে গিয়ে রক্তাত্ব হন, শ্বাসকষ্ট বা মা তার শিশুকে খাওয়ানোর কোন জায়গা পান না।
ইত্যাদি বহু সমস্যা থেকে মানুষকে প্রাথমিক পরিসেবা দিতে আমরা প্রতি বছর বিনামূল্যে এই পরিসেবা দিয়ে থাকি” সংস্থার সদস্যদের সার্বিক সহযোগিতার জন্য এই চিকিৎসা কেন্দ্র করা সম্ভব হয়েছে।
বিভিন্ন দিনে উল্লেখ যোগ্য ভাবে যারা এই কাজে সহযোগিতা করেছেন তারা হলেন ঋতুপর্ণা মুখার্জী, সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, পলাশ মণ্ডল, শর্মিষ্ঠা রায়, দেবর্ঘ্য পাইক, শোভন মণ্ডল, ঈশিতা বিশ্বাস,
সমরেশ মল্লিক, নয়ন হালদার, সুমন দাস প্রমুখ ব্যক্তিরা। অস্থায়ী এই মেডিক্যাল ক্যাম্প চলবে ২৪ অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত।