বিজেপির মিছিল ও কুশ পুত্তলিকা দাহ
নীরেশ ভৌমিক : গত ২রা নভেম্বর বৃহস্পতিবার দুর্নীতি গ্রস্ত প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের শাস্তির দাবিতে রামনগর গ্রাম বিরোধী দল নেতা শিশির বিশ্বাসের নেতৃত্বে এক বিশাল মিছিল হয় ও কুশ পুত্তলিকা দাহ করা হয়।
মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মন্ডল সভাপতি অমিত মিত্র, সম্পাদক দেবব্রত বিশ্বাস সহ রামনগর গ্রাম পঞ্চায়েত এর পঞ্চায়েত সদস্য গন ও শক্তি প্রমুখ, বুথ সভাপতি এবং কয়েক শো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
ঐগড় জালা ২৫৪ নং বুথ এর বিজেপি বুথ সভাপতি শিক্ষক শুভঙ্কর মন্ডল জানান, “বিরোধী দল নেতা শিশির বিশ্বাসের নেতৃত্বে ও সাধারণ মানুষের সমর্থনে বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রমে গত পঞ্চায়েত
নির্বাচনে রামনগর গ্রাম পঞ্চায়েতে ৯ টি আসনে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা ছিনিয়ে নিয়েছি। আজ দুর্নীতি গ্রস্ত মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের উপযুক্ত শাস্তির জন্য বিজেপির মহামিছিল যা জন সমুদ্রে পরিণত হয়েছে ।”