বাগদার রণঘাট সীমান্তে বিএসএফের জালে বাইক সহ ১০ কোটি ২৫ লক্ষ টাকা মুল্যের ১৬ কেজি ৭০ গ্রাম ওজনের ১৭টি বিদেশী সোনার বার সহ পাচারকারী
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের রণঘাট সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে থাকা বিএসএফের জালে ধরা পড়লো বাইক সহ এক বড় মাপের সোনা পাচারকারী। জানা গেছে, পাচারকারীর নাম আজহার মন্ডল সে রাজকোল কুলিয়া এলাকার সিরাজুল মন্ডলের ছেলে। উক্ত ব্যাক্তিকে রণঘাট বিএসএফ হেড কোয়ার্টারের বিএসএফ জওয়ানরা তল্লাশি করতেই তাঁর কোমরে বাঁধা এক ফালি কাপড়ের ভিতর থেকে উদ্ধার হয় ১৬ কেজি ৭০ গ্রাম ওজনের ১৭টি বিদেশী সোনার বার। যার বর্তমান মুল্য ১০ কোটি ২৫ লক্ষ টাকা। পাচারকারীকে জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, সে বাংলাদেশের মাটিলা গ্রামের আলম মণ্ডলের নিকট থেকে এই সোনার বাট গুলি নিয়েছিল এবং মোটা কমিশনের ভিত্তিতে সে গুলো বনগাঁর জনৈক্য ব্যাক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিল।