বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতির সাংবাদিক সন্মেলন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গত ২রা অক্টোবর দিল্লীর গান্ধিঘাটে কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রতি ১০০ দিনের কাজের প্রকল্পের পাওনা টাকা, বাংলার আবাস যোজনার টাকা নিয়ে যে বঞ্চনা করেছে তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী তৃনমুল নেতৃত্বের সাথে দেখা না করার প্রতিবাদে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজভবনে ধ্বর্ণা মঞ্চ করেছিলাম এবং রাজ্য পাল আমাদের সাথে দেখা করে বলেছিলেন যে, আমাদের দাবী ন্যায্য। তিনি এব্যাপারে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সাথে কথা বলে এর সুষ্ঠ সমাধানের সুব্যাবস্থা করবেন কিন্ত অদ্যাবধি তার কিছুই হয়নি। একারনে চারিদিকে আমাদের বিক্ষোভ আন্দোলন চলছে। তৃনমুল কংগ্রেস যে মানুষের পাশে আছে, এই বিষয়টি আপনারা আপনাদের কলমে তুলে ধরুন। কথা গুলো সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখা কালীন সময়ে বলেন, বাগদা ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহার। এই সাংবাদিক সন্মেলন চলাকালীন সময়ে বাগদা ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহার সাথে উপস্থিত ছিলেন, বাগদার পঞ্চায়েত প্রধান তথা তৃনমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দার, বাগদা ব্লক তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি কিংকর মন্ডল, বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গৌতম মন্ডল, পঞ্চায়েত সদস্য দুলাল পাল, তুহিন মন্ডল প্রমূখ।