জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

এক ঝাঁক গুনীব্যাক্তির অংশ গ্রহনে উদ্বোধন হল সাহিত্য পত্রিকা ‘ফাতনার’ বুক স্টল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : শুভ দীপাবলীর পূর্ণ লগ্নে কালীতীর্থ হেলেঞ্চা যখন মাতৃ আরাধনায় গভীর ভাবে নিমগ্ন, ঠিক সেই মহা সন্ধিক্ষনে আজ ১৩ই নভেম্বর ২০২৩ বাগদার সাহিত্যাকাশের উজ্জ্বল

নক্ষত্র বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা কবি সত্য মোদকের অন্যতম সাহিত্য পত্রিকা ‘ফাতনার’ বুক স্টল উদ্বোধনের অন্যতম অংশীদার হল বিশিষ্ট গীতিকার শুকলাল বিশ্বাস,

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজ মন্ডল, সরকারী আধিকারিক তথা সংগীত শিল্পী অশোক কুমার বাড়ৈ, বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, সরকারী আধিকারিক অভিজিত সরকার, বাদ্য শিল্পী প্রণয় দেবনাথ।

এ ছাড়াও বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন, অনিমেষ দাস, প্রশান্ত হালদার, আশুতোষ বিশ্বাস, মোসলেম মন্ডল, রঞ্জিত বালা, শঙ্কর সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব বিশ্বাস, বৈকুন্ঠ পরিডা, অমল মন্ডল প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানটি যাদের স্বাগত বক্তব্যে সমৃদ্ধ হয়, তাদের মধ্যে ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজ মন্ডল, অশোক কুমার বাড়ৈ, শচীন বিশ্বাস, উত্তম কুমার সাহা, সুকান্ত কীর্তনীয়া প্রমুখ।

মনোজ্ঞ অনুষ্ঠানটির পরিচালক ও সঞ্চালক ছিলেন এলেকার বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা কবি সত্য মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *