বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে, এলেকার গুনীজনদেরকে বিশেষ ভাবে সম্মানিত করলো হেলেঞ্চা বৈচিডাঙ্গার ঐতিহ্যবাহী ‘আপনজন ক্লাব’
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সমাজের বিভিন্ন স্তরের সমাজসেবা মূলক কাজের অবদানের জন্য সমাজের কিছু গুনীজনকে বিশেষ ভাবে সম্মানিত করলো হেলেঞ্চা বৈচিডাঙ্গার ঐতিহ্যবাহী ‘আপনজন ক্লাব’।
আজ সন্ধ্যায় হেলেঞ্চাস্থিত উক্ত ক্লাব চত্তরে উপস্থিত বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁর কাউন্সিলার দেবদাস মন্ডল সহ একাধিক বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এলেকার বিশিষ্ঠ শিক্ষক বাদল কৃষ্ণ সরকার, সত্যেন্দ্র নাথ বিশ্বাস, মল্লিক বিশ্বাস,
রবীন্দ্র নাথ দাস, সমাজ সেবক স্বপন মন্ডল, দ্বিজেন সিনহা, বিনয় কৃষ্ণ মহন্ত, সাংবাদিক অনিরুদ্ধ কির্ত্তনীয়া, উত্তম কুমার সাহা সহ একাধিক বিশিষ্ঠদের নাম লাউড স্পিকারে ক্লাব সেক্রেটারি চন্দন সরকার বাপী কত্তৃক প্রচার করতে শোনা যায় এবং ওই সময়ে উপস্থিত তালিকাভূক্তদেরকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্বর্ধিত করা হয়।
শুভ দীপাবলির আলোর উৎসবে যখন পুরো হেলেঞ্চা মাতোয়ারা সেই মূহুর্তে বৈচিডাঙ্গার ঐতিহ্যবাহী ‘আপনজন ক্লাব’ সমাজের বিভিন্ন স্তরের সমাজসেবা মূলক কাজের অবদানের জন্য এলেকার কিছু গুনীজনকে বিশেষ ভাবে সম্মানিত করে গুনীজনদের প্রশংসা কুড়ালো ক্লাবটি। অনুষ্ঠানে বক্তব্য দান কালে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন বাগদা থেকে বনগাঁ অবধি রেল পথের দাবী এলেকাবাসীর দীর্ঘ দিনের।
এই কাজের জন্য কেন্দ্র প্রয়োজনীয় টাকা বরাদ্ধও করেছে এখন রাজ্য সরকার জমি অধিগ্রহনের ব্যাবস্থা করে দিলেই রেল পথটি হতে পারে। এছাড়াও তিনি হেলেঞ্চা পঞ্চায়েত বিজেপির দখলে থাকার সুবাদে এখানে প্রচুর উন্নয়ন মূলক কাজ হবে বলে তিনি উপস্থিত জনগনকে কথা দেন।