বিজয়া সম্মেলন ও মুক্ত মঞ্চের উদ্বোধন গাইঘাটা ব্লকে
নীরেশ ভৌমিক : গত ২৪ নভেম্বর এক অনুষ্ঠানে গাইঘাটা ব্লক কার্যালয় অঙ্গনে ফিতে কেটে নবনির্মিত মুক্ত মঞ্চ কৃষ্টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস, মমতা ঠাকুর সহ উপস্থিত বিশিষ্টজন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মুক্তা বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা, বনগাঁ দক্ষিণের ভূতপূর্ব বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, বিডিও কার্তিক রায়, গাইঘাটা পূর্ব চক্রের
অবর বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস, সমাজকর্মী নরোত্তম বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানগণ। ছিলেন মহাকুমার বিভিন্ন থানার আধিকারিকগণ।
শুরুতেই পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি সহ উপস্থিত সমিতির সদস্যগণের সমবেত কন্ঠে ‘কবিগুরুর আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্যে দিয়ে সভা ও অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত ভাষণে ব্লকের নবাগত বিডিও তাঁর সংক্ষিপ্ত ভাষণের শুরুতে উপস্থিত সকলকে শারদীয়া, দীপাবলী, ভাতৃদ্বিতীয়া, ছট ও জগদ্ধাত্রী পূজোর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
ধর্মমূলক সংগীত ও কবিতা আবৃত্তি করে শোনান পঞ্চায়েত সমিতির প্রবীণ কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ ঘোষ, শিশু শিল্পী শিঞ্জিনী মন্ডলের কন্ঠে ছড়ার গান, ‘পাখিদের এই পাঠশালাতে’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।
ব্লকের আইডিও দেবাশিষ দাসের কন্ঠে কবি শঙ্খ ঘোষের ‘বাবুমশাই’ কবিতাটি সকলের মনোরঞ্জন করে। স্বরচিত সম্প্রীতি কবিতাটি আবৃত্তি করে শোনান, গোবরডাঙ্গা পৌরসভার কাউন্সিলর রত্না দেবী।
পরিশেষে কৃষ্টি মুক্ত মঞ্চের আবরণ উন্মোচন করেন বনগ্রাম মহকুমার আরক্ষা আধিকারিক অর্ক পাঁজা সহ উপস্থিত বিশিষ্টজনেরা। পঞ্চায়েত সমিতির শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ মধুসূদন সিং এর সঞ্চালনায় এদিনের কৃষ্টি ও মুক্ত মঞ্চের উদ্বোধন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।