গোবরডাঙ্গায় বিশিষ্ট শিক্ষাব্রতী সুখেন্দু দাসের স্মরণ সভা
নীরেশ ভৌমিক : গত ২১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশিষ্ট শিক্ষাব্রতী সুখেন্দু দাস (৭৪)। গোবরডাঙ্গা প্রাচীন বাসিন্দা সুখেন্দু বাবু দত্তপুকুর এর ফলদি উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর জেলা ও কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখা শুরু করেন।
গোবরডাঙ্গার রেনেসাঁস ইনস্টিটিউটের সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। শিক্ষক ও লেখালেখি সহ সুস্থ-সংস্কৃতির জগতে তাঁর ছিল নিবিড় যোগাযোগ। অবসরের পর সুখেন্দু বাবু গবেষণার কাজে নিজেকে নিয়োজিত করেন।
আঞ্চলিক ইতিহাস বিষয়ের উপর গবেষণার মাধ্যমে তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়। জেলা প্রাচীন পত্রিকা ‘কুশদহ বার্তার’ তিনি ছিলেন নিয়মিত লেখক। সুখেন্দু বাবুর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোবরডাঙ্গা বাসি ও রেনেসাঁস কর্তৃপক্ষ তার স্মরণ সভার আয়োজন করেন।
গত ২৫ নভেম্বর রেনেসাঁস মঞ্চে অনুষ্ঠিত সরণ সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রেনেসাঁসের প্রধান উপদেষ্টা দীপক দাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ সরকার, শিক্ষিকা আভা চক্রবর্তী, বিশ্বনাথ মুখার্জী, শচীসুন্দর দাস, গোবিন্দ মন্ডল সহ বহু বিশিষ্টজন।
রেনেসাস এর সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ডঃ সুনীল বিশ্বাস ও সম্পাদক স্বপন চক্রবর্তী উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষা-সংস্কৃতি ক্রীড়া ও সংগীত অনুরাগী বিশিষ্ট শিক্ষক সুখেন্দু বাবুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান এবং প্রয়াত সুখেন্দু দাসের বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন।