গাইঘাটা ব্লকের তিলিতে শতাধিক কৃষকে অংশগ্রহনে ইছামতি ফার্মার্স প্রডিউসার কোম্পানির উদ্যোগে পালিত হল ‘ওয়ার্ল্ড সয়েল ডে’
নীরেশ ভৌমিক : ৫ই ডিসেম্বর ‘ওয়ার্ল্ড সয়েল ডে’ উপলক্ষে গাইঘাটা ব্লকের তিলিতে শতাধিক কৃষককে নিয়ে আয়োজন করা হয়েছিল এক আলোচনা সভা – সয়েল অ্যান্ড ওয়াটার : এ সোর্স অব লাইফ।কেন্দ্রীয় সংস্থা আই.সি.এ.আর. – ন্যাশনাল ইনস্টিটিউট
অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সহায়তায় এই আলোচনা চক্রের আয়োজন করে ইছামতি ফার্মার্স প্রডিউসার কোম্পানি। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন আই.সি.এ.আর. ন্যাশনাল
ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিনিয়র বিজ্ঞানী অতুল সিংহ, নিলিমেশ মৃধা ও কলাকুশলী সৌরভ পাল।
এই আলোচনা সভায় কৃষি জমির মাটি কী কী লক্ষণ দেখলে তার পরীক্ষা করতে হবে কিনা? পরীক্ষা করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে ইত্যাদি বিষয় উঠে আসে।